১৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩৫, ১২ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩৬, ১২ আগস্ট ২০২৫

তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটের মানববন্ধন

তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিট।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৪টায় শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মো. শহীদুল্লাহ রাসেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন।

মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ইমদাদুল হক মিলন, নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম আরজু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মাসুম প্রমুখ।

সাংবাদিকরা বলেন, “শুধু গাজীপুরের তুহিনই নয়- এ দেশে একের পর এক সাংবাদিক হত্যা হয়েছে। সত্য প্রকাশ করলেই সাংবাদিকদের গুম, খুন, হামলা, মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সাগর-রুনি হত্যাকা-ের বিচার আজও হয়নি, অথচ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দ্রুত বিচারের।”

তারা আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যে সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না, সেই ব্যর্থ সরকারের তথ্য উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ চাই। প্রধান উপদেষ্টার কাছে আহ্বান—সাংবাদিকদের নিরাপত্তার জন্য দ্রুত নিরাপত্তা আইন পাশ করা হোক।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের সভাপতি জুয়েল, সোনারগাঁ প্রেস ক্লাবের সদস্য নজরুল ইসলাম সবুজ, এটিএন (এমসিএল) নারায়ণগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজ, অপরাধ দমন-এর স্টাফ রিপোর্টার শাহীন আলম, তালাশ ডটকমের সম্পাদক জুয়েল আলী, দূর্নীতি চিত্র-এর শাহীম আহমেদ, ইদ্রিস আলী দেওয়ান, নিউজ প্রতিদিন ডটনেট.কম-এর আবুল কালাম, নারায়ণগঞ্জ মেইলের বার্তা সম্পাদক রাশেদুল ইসলাম, সান নারায়ণগঞ্জের সম্পাদক অ্যাডভোকেট রোকন, বিপি নিউজের মঞ্জুর মুরশেদ বকুল, সিএনএন বাংলা নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি মো. কাওছারসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়