১৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৪৫, ১৩ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবি ব্যারিস্টার রিকুর

নারায়ণগঞ্জ-৫ আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবি ব্যারিস্টার রিকুর

জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তনের প্রস্তাবে আপত্তি জানিয়েছেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের ছেলে ব্যারিস্টার রিদওয়ানুর রহমান রিকু। গত ১০ আগস্ট নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রাখার দাবি জানান।

চিঠিতে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে বন্দর থানার পাঁচটি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯-২৭ নং ওয়ার্ড একই আসনের অন্তর্ভুক্ত ছিল। প্রস্তাবিত সীমানা পরিবর্তনে এই প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা ভেঙে যাবে, যা উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক সুব্যবস্থা ও জনগণের সেবা ব্যাহত করবে।

তিনি বলেন, বন্দর থানা ভৌগোলিকভাবে তিন নদী (শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র ও ধলেশ্বরী) দ্বারা বেষ্টিত এবং প্রশাসনিকভাবে একীভূত এলাকা। এটিকে দুইটি নির্বাচনী আসনে ভাগ করলে ভোটার সংখ্যা ভারসাম্যহীন হবে ও উন্নয়ন ব্যাহত হবে।

এছাড়া, সংসদ সদস্য ও সিটি মেয়রের মধ্যে পদমর্যাদাগত পার্থক্যের কারণে (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী) একই সীমানায় তাদের দায়িত্ব পালনে ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হয়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি দাবি করেন, প্রস্তাবিত সীমানা পরিবর্তন বিদ্যমান আইন ও নির্দেশনার কয়েকটি ধারা লঙ্ঘন করছে। জনস্বার্থে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত রেখে পূর্বের সীমানা বহাল রাখার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়