আইনজীবী সমিতি নির্বাচনে জামায়াতপন্থি আইনজীবীদের প্যানেল ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২০২৬-এর জন্য জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত পূর্ণ প্যানেল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এক সভায় এ প্যানেলের নাম প্রকাশ করা হয়।
ঘোষিত প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি পদে অ্যাড. এ. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি পদে অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোহা. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. আল আমিন, কোষাধ্যক্ষ পদে অ্যাড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মো. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে অ্যাড. নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাড. মাসুদুর রহমান।
এছাড়া সদস্য পদে পাঁচ প্রার্থী হলেন- হলেন— অ্যাড. গোলাম মোস্তফা, অ্যাড. আফরোজা জাহান, অ্যাড. রাকিবুল হাসান, অ্যাড. সাইফুল ইসলাম ও অ্যাড. তাওফিকুল ইসলাম।
এর আগে নির্বাচনের সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে ১২ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাড. আব্দুস সামাদ মোল্লা এবং সহ-সভাপতি হয়েছেন অ্যাড. শাহাদাত আলী ইমন।