১৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২৮, ১৫ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৩১, ১৫ আগস্ট ২০২৫

‘খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে আদর্শিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে হবে’

‘খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে আদর্শিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমির ও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মাওলানা আব্দুল জব্বার বলেছেন, খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে যুবসমাজকে অসুস্থ বিনোদন থেকে বিরত রেখে আদর্শিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “আজকের যুবসমাজ খেলাধুলা ভুলে ফেসবুক, ইউটিউব এবং বিপদগামী কর্মকাণ্ডের দিকে ঝুঁকছে। জুলাই যোদ্ধা পরিষদের উদ্যোগে আয়োজিত এই সুন্দর খেলার মাধ্যমে যুব ও ছাত্রসমাজকে রক্ষা করা সম্ভব হবে।”

শুক্রবার (১৫ আগস্ট) ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের নূরবাগ এলাকায় কুতুবপুর জুলাই যোদ্ধা পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রযুক্তির এই যুগে আমাদের যুবকদের সতর্ক থাকা জরুরি, এবং আল্লাহর রাসূলের আদর্শ থেকে কোনো বিচ্যুতি হওয়া যাবে না।”

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নূরবাগ ওয়েলফেয়ার সোসাইটি। সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) শাহাদাত হোসেন সাজ্জাদ। রানার্সআপ: নব দিগন্ত তরুণ সংঘ। সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) নির্বাচিত হয়েছেন আশিক।

কুতুবপুর জুলাই যোদ্ধা পরিষদের পরিচালক হাসান মাহমুদের পরিচালনায় ও সভাপতি মোঃ আসলাম মিয়ার সভাপতিত্বে কুতুবপুরের ১৬টি সামাজিক সংগঠন মিলিত হয়ে টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন করে।

সর্বশেষ

জনপ্রিয়