১৬নং ওয়ার্ডে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ শুক্রবার (১৫ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডে গণসংযোগ করেন।
গণসংযোগে তিনি দেওভোগ পানির টাংকি, বৌ বাজার ১নং ও ২নং বাবুলাইল, বেপারী পাড়াসহ ওয়ার্ডের বিভিন্ন অলিগলি পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই। কোরআনকে সমাজে কায়েম করতে হলে ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত করতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অন্য অপরাধ রোধ হবে। আগামী সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয় নিশ্চিত করুন, ইনশাআল্লাহ।”
গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, সদর উত্তর থানা জামায়াতের আমীর মাহাবুব রহমান, জামায়াত নেতা তমাল ও শফিউর রহমান অপু প্রমুখ উপস্থিত ছিলেন।