শ্রমিক মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

গার্মেন্ট শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলার প্রতিবাদ ও শ্রমিক ছাঁটাই-নির্যাতন, হামলা-মামলা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি এম এ শাহীন।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউছুব, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক মোস্তাকিম প্রমুখ।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকার পরিবর্তন হলেও শ্রমিক ছাঁটাই, শোষণ-নির্যাতন ও হামলা-মামলা বন্ধ হয়নি। গণঅভ্যুত্থানের পরও এই দমন-পীড়ন অব্যাহত রয়েছে, যা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নের পরিপন্থী। শ্রমের ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা, আইনি অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।
তারা আরও বলেন, গত ১৩ অক্টোবর গাজীপুরে স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ানস বিডি লিমিটেডের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বর্বরোচিত লাঠিচার্জে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, কেন্দ্রীয় নেতা জালাল হওলাদার, আমিনুল ইসলামসহ ৩০ জন আহত হন। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচার এবং ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী শ্রমিকদের পূর্ণ পাওনা পরিশোধের দাবি জানান বক্তারা।