১৪ আগস্ট ২০২৫

প্রকাশিত: ২০:৪২, ১৪ আগস্ট ২০২৫

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ফতুল্লা থানা ইসলামী ছাত্র মজলিস

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ফতুল্লা থানা ইসলামী ছাত্র মজলিস

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় শহরের মজলিস মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র মজলিস ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান মিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াস আহমদ। প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাখা বায়তুলমাল সম্পাদক তালহা ইবনে জুবায়ের। এসময় উপস্থিত ছিলেন—ফতুল্লা থানা সাবেক সভাপতি কামরুল হাসান পায়েল, কেন্দ্রীয় জোন সদস্য তৌফিক বিন হারিছ, মহানগর সেক্রেটারি আনাস আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহাবুদ্দিন, নারায়ণগঞ্জ ফাহাদ একাডেমির পরিচালক ফাহাদ ইসলাম, ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা সভাপতি হাফেজ শরীফ হুসাইন, সহ-সভাপতি মুহাম্মদ শিপন ইসলাম ও সরকারি তোলারাম কলেজ ছাত্র মজলিসের সভাপতি আমির মুহাম্মদ সিয়াম।

সর্বশেষ

জনপ্রিয়