বন্দরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

বন্দরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবলীগ কর্মী মোখলেসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাকে ৩(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার রাতে নূরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গেপ্তার করা হয়।
ধৃত মোখলেস বন্দর থানার ২৩নং ওয়ার্ডের নূরবাগ এলাকার আনার মিয়ার ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫০-৬০ জন আন্দোলনকারী বন্দর বাস স্ট্যান্ড থেকে শহীদ মিনারে যাওয়ার পথে হামলার শিকার হন। এ ঘটনায় ৫৭ জনের নাম উল্লেখ করে ১০০-১২০ জনকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করা হয়।