১৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ১৫ আগস্ট ২০২৫

সবজির দাম চড়া, লাগামহীন বাজারে ক্রেতাদের নাভিশ্বাস

সবজির দাম চড়া, লাগামহীন বাজারে ক্রেতাদের নাভিশ্বাস

নারায়ণগঞ্জে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা নাভিশ্বাস তুলেছেন। সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা বেড়ে যাওয়ায় শুক্রবার (১৫ আগস্ট) দাম আরও চড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। অধিকাংশ দোকানে নেই মূল্য তালিকাও।

শুক্রবার সকালে শহরের সবচেয়ে বড় দিগুবাবুর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শিম কেজি ৩২০ টাকা (পাঁচ দিন আগে ছিল ৪০০ টাকা), কাঁচা মরিচ কেজি ২০০-২৪০, টমেটো ১৪০-১৬০, গাজর ১০০, পেঁপে ১৫-২৫, পটোল ৭০-৮০, ঢ্যাঁড়স ১০০, বেগুন ৬০-৮০, করলা ১০০, কচুর লতি ৮০, বরবটি ১০০, শসা ৬০-৭০, কচুমুখি ৪০-৫০, মুলা ৬০-৭০, কচুরলতি ৮০, চাল কুমড়া ৬০-৭০ (প্রতি পিস), লাউ ৫০-১০০, কাঁচকলার হালি ৩০-৪০, ধনেপাতা কেজি ৪০০ টাকা।

এছাড়া আলু প্রতি পাল্লা ৯০-১০০ এবং দেশি পিঁয়াজ প্রতি পাল্লা ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস কেজি ৭৫০-৮০০, ব্রয়লার মুরগি ১৮০ এবং লেয়ার/কক মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে এলাকা ভিত্তিক স্থানীয় বাজারে এই সবজির দাম আরও বেশি। 

ক্রেতা নাজমুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাজারে ৬০-৮০ টাকার নিচে কোনো সবজি নেই। কিছু কিছু সবজি এর চেয়েও বেশি দাম। এত দামে কিনব কীভাবে?”

বিক্রেতা মনির মিয়া বলেন, “আমাদের অতিরিক্ত দামে সবজি কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করছি।”

সর্বশেষ

জনপ্রিয়