নারায়ণগঞ্জ-৫ আসনে মুফতি মাসুম বিল্লাহর গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় বন্দর দক্ষিণ থানার ২১নং ওয়ার্ড শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ মোড় থেকে বন্দর ঘাট পর্যন্ত গণসংযোগ করেন।
গণসংযোগে মুফতি মাসুম বিল্লাহ এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন শাসকরা ক্ষমতায় আসলেও সাধারণ মানুষ প্রকৃত শান্তি ও মৌলিক অধিকার পায়নি। আগামীতে জনগণ চায় না চাঁদাবাজ, সন্ত্রাসী বা ফ্যাসিবাদী শাসক। শান্তিকামী ও মুক্তিকামী মানুষের প্রত্যাশা ইসলামী দল রাষ্ট্রক্ষমতায় আসার মাধ্যমে পূর্ণ হবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মো নূর হোসেন, সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, বন্দর থানা দক্ষিণের সভাপতি আবুল হাসেম, বন্দর থানা উত্তরের সেক্রেটারি মোঃ আব্দুল হক, দক্ষিণের সেক্রেটারি মোহাম্মদ মাইনুদ্দিন, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।