১৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১৮, ১৫ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ

সিদ্ধিরগঞ্জে খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ

সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, জলাবদ্ধতা ও যানজটমুক্ত পরিচ্ছন্ন ও মানবিক নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকারে সিদ্ধিরগঞ্জে খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে সিদ্ধিরগঞ্জ পুলের কাঁচাবাজার সংলগ্ন চত্বরে নাসিকের ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে এ সমাবেশ হয়। সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি ফজলুল হক মুকুল।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনে দেওয়াল ঘড়ি প্রতীকের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

এবিএম সিরাজুল মামুন বলেন, “দুর্নীতি ও চাঁদাবাজি আমাদের সমাজকে ভেতর থেকে দুর্বল করছে, উন্নয়ন ব্যাহত করছে এবং ন্যায্য অধিকার কেড়ে নিচ্ছে। চাঁদাবাজি ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এই পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ও দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, অধ্যাপক শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ জিসান, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন, মহানগর উলামা সম্পাদক মুফতি নুর হুসাইন নূরানী, সিদ্ধিরগঞ্জ থানা সহ-সভাপতি মাওলানা মুমতাজ উদ্দিন, আব্দুল মজীদ, ডা. খোরশেদ আলম, ফতুল্লা থানার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাবুদ্দীন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়