ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকসুদুল হাসান জনি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগে থানার ওসি শাহিনুর আলমসহ তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার বেলা ২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দেন। প্রত্যাহারের দাবিতে থাকা অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মাহবুব হাসান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রহমান।
বিক্ষোভে নিহত জনির স্ত্রী মোনালিসা কানন ইভা, মা মমতাজ বেগম, শাশুড়ি মাজেদা বেগম, ইভার বোন সুমাইয়া আক্তার, জনির বাবা শুক্কুর আলী, বড় ভাই জুয়েল, ছোট ভাই ফাহিমসহ স্থানীয়রা অংশ নেন।
প্রসঙ্গত, নিখোঁজের তিন দিন পর গত ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার নির্মাণাধীন ‘তাকওয়া’ ভবনের লিফট শ্যাফ্টের নর্দমা পানিতে জনির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৯ জুলাই জনির পিতা শুক্কুর আলী সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।