১৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৫৪, ১৫ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে এনসিপি’র রাজনৈতিক কর্মশালা

নারায়ণগঞ্জে এনসিপি’র রাজনৈতিক কর্মশালা

গণপরিষদ নির্বাচন, মৌলিক সংস্কার এবং ২০২৪ সালের গণহত্যাকারীদের বিচার প্রশ্নে এনসিপির রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক বিস্তৃতি নিয়ে নারায়ণগঞ্জে কর্মশালা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১৫ আগস্ট) নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশগ্রহণ করেন এনসিপি নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ, জাতীয় যুবশক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যরা।

কর্মশালায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল আমিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহবায়ক এহতেশাম হক এবং যুগ্ম আহবায়ক মনিরা শারমিন।

কেন্দ্রীয় সংগঠক শওকত আলীর সঞ্চালনায় কর্মশালার ব্যবস্থাপনায় ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু।

কর্মশালায় সদস্যরা সংগঠনের রাজনৈতিক অবস্থান, স্থানীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সর্বশেষ

জনপ্রিয়