‘যারা নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায় তাদের চিহ্নিত করতে হবে’

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচনের লক্ষ্যে নিট ঐক্য ফোরামের সেলিম সারোয়ার প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ফতুল্লার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি সাংবাদিক সেলিম ওমরাও খান বলেন, ‘যারা নির্বাচনকে বাধাগ্রস্থ ও ষড়যন্ত্র করতে চান তারা কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে। মনে রাখবেন সকল ক্ষেত্রেই সেলিম সারোয়াররা হলো ব্যবসায়ীদের তারকা। যে কোন ধরনের ষড়যন্ত্র আপনারা পরিহার করবেন। নির্বাচনে প্রতিযোগিতা থাকবেই। সেই মঞ্চে ভোটারদের মন জয় করে জয়ী হতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আগামী ১৬ আগস্ট (শনিবার) বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচন। সেই লক্ষ্যে আপনার মূল্যবান ভোট আপনি আপনার যোগ্য ব্যক্তিকেই প্রদান করবেন। ব্যবসায়ীদের সফলতাই দেশ, জাতির কল্যাণ, সমৃদ্ধি ও সুনাম বয়ে আনতে পারে। আপনারা গণতন্ত্র চাইলে সেলিম সারোয়ার প্যানেলকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
নিট ঐক্য ফোরামের সেলিম সারোয়ার প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ হলেন- মো. সাইদুর রহমান, আবু বকর সিদ্দিক আবুল, মো. মোজাহার আলী, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, মো. শফিকুর রহমান, মো. শামীম হোসেন সরকার, মো. জাকির হোসেন, মো. জাকির হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. আবুল হাকিম, মো. আরিফুল ইসলাম, আবু সাঈদ, মো. এনামুল হাফিজ (কাজল), বশির আহমেদ, মো. ইদ্রিস মিয়া, মো. মিশেল শেখ, মো. বাহাউদ্দীন আহমেদ, শ্যামল দেবনাথ, মো. বুলবুল আহমেদ ও মো. রায়হান আলী।
সেলিম নিট ফ্যাশনের পরিচালক সেলিম সারোয়ারের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপন, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাসার, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের পরিচালক মুজিবুর রহমান, বাংলাদেশ নিটিং অনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি রকিবুল হাসান রাকিব, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, বাবু নির্মল চন্দ্র রায়, জাকির হোসেন ও বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন পরিচালক মো. আলী রেজাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।