১৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৪৪, ১২ আগস্ট ২০২৫

শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন মান্নান ভূঁইয়া

শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন মান্নান ভূঁইয়া

‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’- এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম. এ. মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে তিনজন শ্রেষ্ঠ যুব সংগঠক ও তিনজন সফল আত্মকর্মীকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা শিরিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাদের ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয়কারী প্রজিত কুমার ধর। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ।

পুরস্কার গ্রহণের পর এম. এ. মান্নান ভূঁইয়া বলেন, “নারায়ণগঞ্জ জেলাকে আলোকিত করতে ও আর্তমানবতার সেবায় মানব কল্যাণ পরিষদ গত ২৫ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপপ্রচার ও বাধা সত্ত্বেও আমরা সামাজিক সচেতনতা ও মানবসেবায় অবিচল। জেলা প্রশাসনের এ স্বীকৃতির জন্য ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, এম. এ. মান্নান ভূঁইয়া এর আগে যুব উন্নয়ন অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও একাধিকবার সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার অর্জন করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়