বর্ষাকে কেন্দ্র করে ‘বটতলা’র ব্যতিক্রমধর্মী আয়োজন ‘বর্ষামঙ্গল’

বাংলার প্রকৃতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বর্ষাকে কেন্দ্র করে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে নারায়ণগঞ্জের পরিবেশভিত্তিক সংগঠন ‘বটতলা’।
“হৃদয় বিমল হোক, প্রাণও সবল হোক”- এই চিরসবুজ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৮ আগস্ট) আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমধর্মী আয়োজন ‘বর্ষামঙ্গল’।
অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি গান, নৃত্য, আবৃত্তি এবং হাওয়াইয়ান গিটার পরিবেশনার মাধ্যমে উদযাপন করা হবে বাংলার ষড়ঋতুর অন্যতম প্রাণবন্ত ঋতু বর্ষাকে। বর্ষার সৌন্দর্য, বৈচিত্র্য এবং আবেগ-অনুভূতির নানা দিক ছুঁয়ে যাবে এই আয়োজনের প্রতিটি পরিবেশনায়।
আয়োজক সংগঠন ‘বটতলা’ জানিয়েছে, পরিবেশ, সংস্কৃতি ও মানুষের মনন জগৎকে একত্রে ছুঁয়ে যেতে চায় এই আয়োজন। বিশেষত নগর জীবনে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষের মাঝে ঋতু সচেতনতা এবং পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতেই এ উদ্যোগ।
অনুষ্ঠানে সকল স্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়ে ‘বটতলা’র পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের এই আয়োজন শুধুই এক সাংস্কৃতিক সন্ধ্যা নয়, বরং এক নতুন চেতনার বৃষ্টি। আসুন, আমরা একসাথে বর্ষাকে ধারণ করি হৃদয়ে, ছড়িয়ে দিই জীবনে।”