০৭ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০১, ৬ আগস্ট ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) দিবসটির বর্ষপূর্তিতে “প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক এই আলোচনা সভা নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি এইচ এম শাহীন আদনান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

আলোচনায় মুফতি মাসুম বিল্লাহ বলেন, “গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে একটি বড় রাজনৈতিক বাঁক পরিবর্তন ঘটেছিল। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সমাজে প্রকৃত পরিবর্তন আসেনি। চাঁদাবাজি, ধর্ষণ, বৈষম্য—সবই এখনও অব্যাহত। এই পরিস্থিতি থেকে উত্তরণে শরিয়াভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।”

সভা সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশিম। আলোচনায় বন্ধুপ্রতিম সংগঠন ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ মুহাম্মদ ইসমাঈল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, “আজকের আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। আমাদের লক্ষ্য হওয়া উচিত সমাজে ইসলামি আদর্শে উজ্জীবিত ছাত্র তৈরি করা, যারা ক্লিন ইমেজ বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ নোমান আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মদ আমির হামজা, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ সাঈদ আহমেদ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়