বন্দরে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তারই সন্তান ও নাতি-নাতনির বিরুদ্ধে। ভরণপোষণের টাকা চাওয়াতেই শুরু হয় নির্যাতন। আশ্রয় হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন ৭০ বছরের অসহায় রাশিদা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, ‘স্বামী-সন্তান, ঘরবাড়ি আর কোটি টাকার সম্পত্তি থাকার পরও এখন তিনি নিঃস্ব, ভিখারির মতো জীবনযাপন করছেন।’
এ ঘটনায় বৃদ্ধা রাশিদা বেগম বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বন্দর থানায় বড় ছেলে শাহীন, পুত্রবধূ স্বপ্না আক্তার, নাতি সৌরভ ও নাতনী তানজিমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বন্দর থানাধীন ২৫ নম্বর ওয়ার্ডের লক্ষণখোলা এলাকায়।
রাশিদা বেগম জানান, স্বামী তারা মিয়া মারা যাওয়ার পর রেখে যাওয়া ফসলি জমি বিক্রি করে সন্তানদের মানুষ করেছেন। কিন্তু এখন বড় ছেলে শাহীন ও তার পরিবারের হাতে বারবার নির্যাতনের শিকার হতে হচ্ছে তাকে। পাঁচ বছর ধরে শাহীন কোনো ভরণপোষণ দেননি বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “আমার থাকার ঘরের সামনে টয়লেট নির্মাণ করে চলাচলে বাধা তৈরি করে। প্রতিবাদ করলে আমাকে মাথায় আঘাত করে রক্তাক্ত করে ফেলে। সবাই মিলে মেরে ফেলার হুমকি দিয়ে বলে, আমাকে মেরে ফেললে বলে দেবে বার্ধক্যে মারা গেছি।”
তিনি আরও বলেন, “বাড়ির ১৫ শতাংশ জমি লিখে নিতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে। আমি রাজি না হওয়ায় আমাকে এমন নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে।”