বন্দরে স্পিলিং মিলে আগুন

নারায়ণগঞ্জের বন্দরে একটি স্পিলিং মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে মিলের তুলা, মেশিনারি ও অন্যান্য সরঞ্জাম পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বন্দর থানার পূর্ব লক্ষণখোলা এলাকার আরমান আহমেদের মালিকানাধীন রোটর স্পিলিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দর ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়দের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকা-ের খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।