০৮ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৫০, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৫২, ৭ আগস্ট ২০২৫

নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান মাওলানা জব্বারের

নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান মাওলানা জব্বারের

“শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষার অভাবেই দেশ আজ নিঃস্বের পথে”- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবির আয়োজিত এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা জব্বার বলেন, “শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দেশের জনগণ তা বাস্তবে রূপ নিতে দেয়নি। তারা তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। যারা স্বৈরাচারী হতে চায়, তাদের মনে রাখা উচিত- জনগণ কখনোই অন্যায়কে সহ্য করে না।”

গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “২০২৪ সালের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জাতি তাদের আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের রক্ত বৃথা যাবে না।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু ভালো ফলাফল করলেই চলবে না। যারা যুগের পর যুগ ক্ষমতায় থেকেছে, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেও নৈতিক শিক্ষা ছিল না। এজন্য দেশ দিন দিন নিঃস্ব হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়