যানজট-জলাবদ্ধতা নিয়ে নাসিক সচিবের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

শহরের দীর্ঘদিনের যানজট, জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তি নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলমের সঙ্গে মতবিনিময় করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় নগরের একটি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংগঠনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সাবেক সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম মুন্সী, নগর অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় মুফতি মাসুম বিল্লাহ বলেন, “শহরে যানজটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। বহুবার বিভিন্ন কর্তৃপক্ষকে জানানো হলেও আজও কার্যকর কোনো সমাধান হয়নি। এছাড়া বৃষ্টিপাতের সময় জলাবদ্ধতা শহরবাসীর জন্য দুর্ভোগ ডেকে আনে।”
সুলতান মাহমুদ বলেন, “সিটি কর্পোরেশনের নাগরিক সেবা যেমন জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স ইত্যাদি সহজলভ্য হওয়া প্রয়োজন। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর না থাকায় এসব সেবা এখন সময়সাপেক্ষ ও দুরূহ হয়ে উঠেছে।”