জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিতর্ক ও নাট্য প্রতিযোগিতা

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে মাসব্যাপী সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক ও নাট্য প্রতিযোগিতা।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন এবং গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয়ভিত্তিক উপস্থাপনার মাধ্যমে বিচারকদের মন জয় করেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রদীপ সরকার, আহবায়ক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা শাখা, নিগার সুলতানা পলি, শিক্ষক ও সহসভাপতি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, নারায়ণগঞ্জ, ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিমা সরদার।
বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ছাত্র, শ্রমিক ও জনতার ঐক্যবদ্ধ সাহসী আন্দোলনের এক গৌরবময় অধ্যায়, যা সামরিক-ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদের প্রতীক। এই আন্দোলনের উত্তরাধিকার নতুন প্রজন্মকে মানবিক ও বিজ্ঞানভিত্তিক চিন্তার মানুষ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করছে।”
মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে বৃহস্পতিবার (৭ আগস্ট) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে।
অনুষ্ঠানসূচিতে রয়েছে বিকেল ৪টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক পরিবেশনা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী চিত্রাঙ্কন, আবৃত্তি, কুইজ, রচনা ও গ্রাফিক্স প্রদর্শনীসহ নানা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সকলকে সমাপনী আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।