‘শহীদ শাকিলের স্বপ্নের ‘মানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার’

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা ও শাখা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ জানান, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিস্টবিরোধী লড়াই উত্তাল রূপ নেয় একদফা আন্দোলনে। সেই উত্তাল সময়েই ৪ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর মিরপুর-১০ গোল চত্বরে আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শাকিল। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে ৭ আগস্ট বিকাল ৩টায় তিনি শহীদ হন।
শাকিল ছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বেড়ে উঠেছিলেন ‘আমাদের পাঠশালা’ নামক বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠানে। তাঁর জীবন ছিল সংগ্রামী, স্বপ্ন ছিল বৈষম্যহীন, মানবিক রাষ্ট্র গড়ার।
শ্রদ্ধাঞ্জলি শেষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সৌরভ সেন বলেন, “শাকিল ছিলেন মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আত্মত্যাগ আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক, মর্যাদাসম্পন্ন রাষ্ট্র গঠনের স্বপ্নে শাকিল জীবন দিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সবসময় মাঠে থাকব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, দপ্তর সম্পাদক অপূর্ব রায়, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস নিসা প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন নারায়ণগঞ্জ কলেজ কমিটির সদস্য শেখ সাদী, তাহমিদ আনোয়ার, কদম রসুল কলেজের যুগ্ম আহ্বায়ক অনামিকা চৌধুরি, ভোলাইল শাখার যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভন, পাগলা উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়ক আফসানা আহমেদ এবং ফতুল্লার সংগঠক সিয়াম সরকারসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।