০৮ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০৯, ৭ আগস্ট ২০২৫

‘আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত চেতনা ধ্বংসের চক্রান্ত চলছে’

‘আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত চেতনা ধ্বংসের চক্রান্ত চলছে’

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক আহত জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক (রুমন রেজা), বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাকসুদ ইবনে রহমান, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাইল আহম্মেদ শুভ, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক জুলাই যোদ্ধা গোলাম মাওলা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব অদিতি ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গণ অভ্যুত্থানের এক বছর পার হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। শিক্ষা খাতে কোনো সংস্কার কমিশন গঠিত হয়নি। বরং শিক্ষা বাণিজ্য, সাম্প্রদায়িকীকরণ ও মব সন্ত্রাস বেড়েছে। গণতান্ত্রিক পরিবেশ এখনও প্রতিষ্ঠিত হয়নি।”

তারা অভিযোগ করেন, “আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত চেতনা ধ্বংসের চক্রান্ত চলছে। একাত্তরের ইতিহাস মুছে দিয়ে ২০২৪-এর অভ্যুত্থানকে বিকৃতভাবে স্থাপন করতে চায় কিছু গোষ্ঠী। ইসলামী ছাত্র শিবিরের মতো সংগঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপব্যাখ্যা করার চেষ্টা চালিয়েছে, যা বাম ছাত্র সংগঠনের প্রতিরোধে ব্যর্থ হয়।”

নেতৃবৃন্দ আরও বলেন, “জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ। বর্তমান সরকার সে লক্ষ্যে ব্যর্থ। আমাদের সংগ্রাম ৭১-এর চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষায় গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য অব্যাহত থাকবে।”

তারা নারায়ণগঞ্জে একটি সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান এবং সকলের জন্য সমান, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক ও ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা গঠনের আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়