প্রপাগান্ডা সত্ত্বেও কাউকেই শত্রু মনে করি না: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে যতই প্রপাগান্ডা ছড়ানো হোক না কেন, আমরা কাউকেই শত্রু মনে করি না।’ তিনি বলেন, ‘আমরাই ৫ আগস্টের ঘটনার পর মন্দিরগুলো পাহারা দিয়েছি।’
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে মহানগর ছাত্র শিবির আয়োজিত এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি হাফেজ ইসমাইল হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি অমিত হাসান।
জাহিদুল ইসলাম আরও বলেন, ‘১৩ লাখ শিক্ষার্থী পাস করলেও, মাত্র ৬১ হাজার সরকারি কলেজে আসন রয়েছে। সুতরাং, যারা ভালো করেছে, তারা যেন অহংকার না করে। কারণ অহংকার পতনের মূল।’
তিনি শিক্ষার্থীদের সততা, দায়িত্বশীলতা ও মোরালিটির সঙ্গে পথ চলার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জাগিয়ে তোলা। স্বপ্ন দেখার পর তা বাস্তবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ঘুমিয়ে থাকলে চলবে না। আমরা কখনো হতাশ হবো না। আমরা যদি পরিশ্রম এবং কষ্ট করি তাহলে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করা সম্ভব।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘ডিভাইস আসক্তিতে থাকবা না। আমরা অশ্লীলতা করবো না, ভুলে জড়ানো যাবে না। সচেতন থাকবা। বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে ভুল করবে না।’
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন ‘গত বছর শেখ হাসিনা ২০৪০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আজ ইতিহাস অন্য কথা বলছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষা না থাকলে সমাজ ক্ষতির দিকে যায়।’
তিনি শিক্ষার্থীদের তাকওয়ার ভিত্তিতে জীবন গড়ার পরামর্শ দেন এবং শহীদ ছাত্রদের স্মরণ করে বলেন, ‘আবু সাইদ, মুগ্ধ প্রাণ দিয়ে তোমাদের উপর দেশ অর্পণ করেছে। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ মডেল কলেজের পরিচালক মুছা কলিমুল্লাহ, সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানভীর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও স্কলার মাওলানা জামাল উদ্দিন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আদর্শ স্কুলের শিক্ষার্থী জুনায়েদ আহাম্মেদ, দেল পাড়া হাই স্কুলের শিক্ষার্থী রিফাত ফারজানা, দারুন নাজাত মহিলা কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মাহাবুবা জান্নাত তানহা।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের অফিস সম্পাদক আমজাদ হোসাইন, অর্থ সম্পাদক রায়হান বিন রাফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আল হেলাল, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমান, ফাউন্ডেশন সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।