তাহমিদ হজ্ব কাফেলার পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী প্রিপারেটরি স্কুলে বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় তাহমিদ হজ¦ কাফেলা উদ্যোগে স্কুলভিত্তিক ইসলামিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
কুইজে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুই বিভাগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি। দুই বিভাগ মিলিয়ে মোট বিশজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, একতা সাইনের স্বত্বাধিকারী জসিম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহিদুল ইসলাম বকুল, তাহমিদ হজ্ব কাফেলার পরিচালক আব্দুল আউয়াল রিপন, সাংবাদিক আল আমীন অর্ণব, মোহাম্মদ হোসেন হ্যাপী, মোঃ জসিমউদ্দিন এবং তাহমিদ হজ্ব কাফেলার পরিচালক মুফতী শাহ রিয়াজ উদ্দিন গণী প্রমুখ।
বক্তারা বলেন, ছোটদের মাঝে ইসলামী শিক্ষার সঠিক ধারণা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাহমিদ হজ্ব কাফেলা ইতোমধ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্কুলে ইসলামী শিক্ষা ও প্রতিযোগিতার আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
পরিচালকরা জানান, ইনশাআল্লাহ অতি শীঘ্রই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর পবিত্র জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে তরুণ প্রজন্ম নবীর আদর্শে উদ্বুদ্ধ হতে পারে।





































