০৫ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০১, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:১৪, ৫ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের চারটি আসনে গণসংহতির প্রার্থী ঘোষণা

নারায়ণগঞ্জের চারটি আসনে গণসংহতির প্রার্থী ঘোষণা

নারায়ণগঞ্জ-২ আসন বাদে জেলার বাকি চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

এদিন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৯৩টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে তরিকুল ইসলাম সুজন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে জাহিদ সুজন, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে অঞ্জন দাস এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নাজমা বেগমের নাম ঘোষণা করা হয়েছে।

এক প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন বলেন, দীর্ঘ একটা সময় দুঃশাসনের কবল থেকে বহু মানুষের জীবনের বিনিময়ে দেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের মাঝে রাষ্ট্রের পরিবর্তন নিয়ে যে আকাঙ্ক্ষা এবং একাত্তর থেকে চব্বিশের লড়াইয়ের প্রত্যাশা পূরণে জনগণের অধিকার বাস্তবায়নে নতুন বন্দোবস্তের লক্ষ্যে জনগণের প্রতি দায়িত্ববোধ এবং নারায়ণগঞ্জে সুশাসন প্রতিষ্ঠায় আমরা আগামীদিনে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো।

সর্বশেষ

জনপ্রিয়