সাংবাদিকদের উপর হামলায় এনসিপি নেতা আল আমিনের নিন্দা
নারায়ণগঞ্জে তিন সংবাদকর্মীর উপর বিএনপি নামধারী কিছু ব্যক্তির হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “সাংবাদিকদের উপর হামলা শুধু ব্যক্তির উপর নয়- এটি মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকেই আমরা দেখছি, একটি দলের নামধারী কিছু নেতাকর্মী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত আচরণ শুরু করেছে- যা অত্যন্ত ন্যাক্কারজনক। সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যমকর্মীরাও রেহাই পাচ্ছে না। তারই সবশেষ উদাহরণ সাংবাদিক আকাশ, মামুন ও আয়াজের উপর হামলা। এই ঘটনায় জড়িত দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তা না হলে গণমাধ্যমের স্বাধীনতা আরও হুমকির মুখে পড়বে।”
বিবৃতিতে তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান এবং আহত সাংবাদিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।





































