‘সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে নির্বাচনে লড়াই করতে হবে’
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “আসন্ন নির্বাচন হবে পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে নতুন বন্দোবস্তের লড়াই। সন্ত্রাস, চাঁদাবাজী ও পেশিশক্তি নির্ভর অসুস্থ রাজনীতির বিরুদ্ধে জনসেবা, দেশপ্রেম ও সততার লড়াই হবে। এই লড়াইয়ে আমাদের অবশ্যই জিততে হবে; না হলে জুলাই মাসে জীবন উৎসর্গকারী শহীদ ও আহতদের রক্ত আমাদের অভিশাপ দেবে।”
বুধবার (৫ নভেম্বর) নগর কার্যালয়ে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন পরিচালনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, বিলাল তালুকদার, সাইয়্যেদ রিদওয়ান, ইসমাইল ও মুহা. শফিকুল ইসলাম।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “দেশের মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। ইসলামী শক্তির ঐক্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কালোটাকা ও পেশিশক্তির বিরুদ্ধে সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে নির্বাচনে লড়াই করতে হবে। সর্বোচ্চ চেষ্টা করবো; বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে, ইনশাআল্লাহ।”





































