০৫ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ৫ নভেম্বর ২০২৫

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সুমনের

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সুমনের

আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

বৈঠক শেষে তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, “স্বাধীনতার অমর আহ্বানে জন্ম নেওয়া দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমাদের গর্বের প্রতীক। স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের আদর্শই আমাদের প্রেরণার উৎস।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে জনগণের দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আজ তাঁরই উত্তরসূরি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন।”

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, “বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এখানে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয় চিন্তা, বিশ্লেষণ ও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে। মাননীয় মহাসচিব পরিষ্কারভাবে বলেছেন—বর্তমান তালিকাটি একটি প্রাথমিক সম্ভাব্য প্রার্থী তালিকা, যা জনগণের মতামত ও বাস্তবতার আলোকে পরিবর্তন হতে পারে।”

তিনি বলেন, “জনগণের চাহিদা ও পছন্দ অনুযায়ী যাচাই-বাছাই ও মূল্যায়নের মাধ্যমে সৎ, ত্যাগী ও নীতিবান নেতাদের মূল্যায়নের সুযোগ রয়েছে। এতে দল আরও শক্তিশালী হবে, জনগণের আস্থা আরও গভীর হবে—এটাই চান আমাদের নেতা তারেক রহমান।”

সর্বশেষ

জনপ্রিয়