একুশে একক অনলাইন বইমেলার উদ্বোধন রোববার
ভাষার মাস ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে শুরু হচ্ছে একুশে একক অনলাইন বইমেলা। রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। মেলার আয়োজন করেছে অনলাইন সাহিত্য ও সংস্কৃতি প্ল্যাটফর্ম kajalkanan.com।
বইমেলার উদ্বোধন করবেন গার্মেন্টস শ্রমিক ও শ্রমিক আন্দোলনের সংগঠক সুমা বেগম সুমি। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করবেন ফুটপাতের বইদোকানি উৎফল রায়, দেলোয়ার হোসেন, আব্দুল মজিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও সাংবাদিক জাহাঙ্গীর সুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পী ও জনচিন্তক রফিউর রাব্বি।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন শিল্পী অমল আকাশ ও ব্যান্ড গঙ্গাফড়িঙ।
এ উপলক্ষে কবি কাজল কাননের নতুন কবিতার বই ‘রূহের ভিতর বহিয়াছে তার দিদার’ প্রকাশিত হবে। বইটির প্রচ্ছদ এঁকেছেন বিশিষ্ট শিল্পী খন্দকার নাছির আহাম্মদ। বইটি অনলাইনে পাওয়া যাবে kajalkanan.com ওয়েবসাইটে।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন আয়োজকরা।





































