৩১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৫৩, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:৫৩, ৩০ জানুয়ারি ২০২৬

আপনাদের ছেড়ে যাবার জায়গা নেই: শাহ আলম

আপনাদের ছেড়ে যাবার জায়গা নেই: শাহ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম বলেছেন, “আলীরটেকের মানুষ আমাকে দেখতে চায়- এর কারণ তারা আমাকে বিশ্বাস করে। তারা দীর্ঘদিন প্রতারিত হয়েছে। গত ১৭ বছর তারা কেউ ভোট দিতে পারেনি এবং আশানুরূপ কোন উন্নয়ন এলাকায় হয়নি। সুতরাং তারা আমাকে বিশ্বাস করতে চায় ও ভালোবাসে। সেখানে যাচ্ছি গণজোয়ার দেখতে পাচ্ছি। আমার তো কোন দলীয় মার্কা নেই। তাহলে তারা কেন আসছে? আসছে শুধু একটি কারণেই যে, তারা মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দিবে; যাতে দেশের উন্নয়ন হয়।”

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ফতুল্লার কাশীপুর ক্লাব মাঠে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

ভোটারদের উদ্দেশ্যে শাহ আলম বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা সুখে-দুঃখে আমাকে পাশে পাবেন। আপনাদের ছেড়ে যাওয়ার কোন সুযোগ নেই। কারণ ফতুল্লা এলাকায় আমার জন্ম এবং আল্লাহর কাছে প্রার্থনা করি কবর যেন এই এলাকাতেই হয়।”

তিনি আরও বলেন, “যেখানে আমার পরিবার ও বাবা-মা ঘুমিয়ে আছে, সেখানে যাতে আমার কবর হয়। সুতরাং আমার আপনাদের ছেড়ে যাবার জায়গা নেই, আপনাদের সাথে প্রতারণা করারও কোন সুযোগ নেই। আপনারা আমাকে যে বিশ্বাস ও ভালোবাসেন তার প্রতিদান হয় না। এই ভালোবাসার পরিবর্তে ভালোবাসা হয়। সেই ভালোবাসার প্রতিদান আপনাদের এলাকার উন্নয়নের মাধ্যমে করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমি বিশ্বাস করি এলাকার জনগণ উন্নয়নের স্বার্থে হরিণ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।”

সর্বশেষ

জনপ্রিয়