৩১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫১, ৩০ জানুয়ারি ২০২৬

আমার বাবা কখনো অন্যের ব্যাপারে খারাপ মন্তব্য করতে শেখাননি: সজীব

আমার বাবা কখনো অন্যের ব্যাপারে খারাপ মন্তব্য করতে শেখাননি: সজীব

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পুত্র খাইরুল ইসলাম সজীব বলেছেন, “যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বাবাকে নিয়ে বিরূপ মন্তব্য করছে, তাদের উদ্দেশ্যে বলছি—আমার বাবা আজহারুল ইসলাম মান্নান কখনো তাঁর ছেলেদের অন্যের ব্যাপারে খারাপ মন্তব্য করা শেখাননি। আমরাও সে পথে যাব না।”

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মৃধা মো. সবুজ।

খাইরুল ইসলাম সজীব আরও বলেন, “আমার বাবাকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন, তাদের কথার জবাব জনগণই দেবে। আমরা গর্ব করে বলতে পারি—আমরা কখনো খারাপ কাজে জড়িত ছিলাম না, কোনো খারাপ কিছুর সঙ্গে জড়িত নই এবং ভবিষ্যতেও হব না।”

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যদি ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আল্লাহর রহমতে কথা দিচ্ছি—আজহারুল ইসলাম মান্নান এমন একজন এমপি হবেন, যাকে দেখে সারা বাংলাদেশ বলবে তাঁর কাছ থেকে শেখার আছে। তিনি আপনাদের প্রত্যেকের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং এলাকার মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করবেন।”

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।

বিশেষ অতিথি ছিলেন নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মারুফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাইদুর রহমান সোহেল, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, যুবদল নেতা ইমন, ছাত্রদল নেতা শাহাদাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়