৩১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৩৬, ৩০ জানুয়ারি ২০২৬

নির্বাচন: তরুণরা চান ‘জবাবদিহিতা আর সুশাসনের নিশ্চয়তা’

নির্বাচন: তরুণরা চান ‘জবাবদিহিতা আর সুশাসনের নিশ্চয়তা’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের ভাবনা ও প্রত্যাশা জানতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, চব্বিশের গণআন্দোলনে অসংখ্য ছাত্র-জনতা যে আকাক্সক্ষা নিয়ে প্রাণ দিতে দ্বিধাবোধ করেনি, তার অনেকাংশই পূরণ হয়নি। কিন্তু এই আকাক্সক্ষার বীজ এখনো জনসাধারণের মনে সুপ্ত রয়েছে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে তার প্রভাব থাকবে।

ফলে বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে ব্যক্তি-পর্যায়ে রাজনৈতিক সচেতনতা গড়ে ওঠা প্রয়োজন বলেও মনে করেন তারা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’ নির্বাচনকে সামনে রেখে ‘তারুণ্যের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তরুণ আলোচকরা।

এ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবদল নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক শওকত আলী, দ্য ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক সৌরভ হোসেন সিয়াম, ডিবিসি টেলিভিশনের সাংবাদিক সাবিত আল হাসান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, রাজনৈতিক এক্টিভিস্ট মেহেদী হাসান মুরাদ, শাফিন ইব্রাহিম, হাসিব বাদশা অর্ক, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটির সাধারণ সম্পাদক সারফারাজ হক সজীব, তরুণ উদ্যোক্তা তারেক আজিজ, এনজিবি’র আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত, কবি মুহিব ইমতিয়াজ, নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সদস্য আব্দুল্লাহ আল মারুফ, রাফসান, অনুতম, ইমন, খন্দকার জাহিদ প্রমুখ।

বক্তারা আরও বলেন, তরুণরা অন্যায় অবিচার সহ্য করবে না। তার প্রমাণ তারা চব্বিশের আন্দোলনে দেখিয়েছে। পুরোনো রাজনৈতিক ধারাবাহিকতার অবসান চায় মানুষ। আর এই আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখতে হবে তরুণদের। দেশের সকল সেক্টরে তরুণদের অংশগ্রহণ জনপ্রতিনিধি ও সরকারি কর্তাব্যক্তিদের জবাবদিহিতা ও দেশে সুশাসন নিশ্চিতে সহায়ক হবে।

একইসঙ্গে প্রয়োজন পরমতসহিষ্ণুতা ও দেশের প্রশ্নে একতার উপর তাগিদ দেন কেউ কেউ। সামাজিকভাবে তরুণদের চিন্তার প্রসার ঘটানোর আহ্বানও জানান তারা।

সভায় সঞ্চালনা করেন ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর সভাপতি জাহিদ হাসান।

সর্বশেষ

জনপ্রিয়