১৬ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫১, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫২, ১৬ জানুয়ারি ২০২৬

প্রার্থিতা ফিরে পেলেন সিপিবি নেতা ইকবাল ও চন্দন

প্রার্থিতা ফিরে পেলেন সিপিবি নেতা ইকবাল ও চন্দন

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে নারায়ণগঞ্জের দুই সংসদীয় আসনের সিপিবি প্রার্থী ইকবাল হোসেন ও মনিরুজ্জামান চন্দন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার পূর্বের সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি শেষে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

তাদের মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী মনিরুজ্জামান চন্দন এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের প্রার্থী ইকবাল হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক এমএ শাহিন।

এর আগে ৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তারা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন এবং শুক্রবার ইসি শুনানি শেষে তাদের প্রার্থিতা পুনঃস্থাপন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়