নারায়ণগঞ্জের ৪৭ প্রার্থী কে কোন প্রতীক পেলেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে সাতজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৭ জন প্রার্থীর নির্বাচনী প্রতীক ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির তাঁর সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।
প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়ার আগে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, পুরো জেলায় ১৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। সুযোগ না থাকলে লিখিতভাবে অভিযোগ করা যাবে।
অভিযোগ জানাতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন কিংবা সংশ্লিষ্ট থানার বরাবর লিখিত অভিযোগ করা যাবে। অভিযোগ তদন্ত ও বিচার করার জন্য একটি ইলেক্টোরাল কমিটি রয়েছে। এই কমিটিতে পাঁচজন সিভিল জজ বা যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, যিনি আগে আবেদন করবেন, তিনিই আগে স্থান বরাদ্দ পাবেন। যে স্থানের অনুমতি দেওয়া হবে, সেই স্থানেই জনসভা করতে হবে। গুজবে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। বস্তুনিষ্ঠ অভিযোগ যেখানে থাকবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।
প্রতীক নিতে আসা অধিকাংশ প্রার্থী এদিন নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জনসমাগম করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। এ সময় কয়েকজন প্রার্থীকে দলীয় প্রতীক নিয়ে মিছিল করতেও দেখা যায়। এতে আদালতপাড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আইনি কাজে আসা সাধারণ মানুষ, ভুক্তভোগী, আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তারা ভোগান্তিতে পড়েন।
যদিও নির্বাচন আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, প্রতীক বরাদ্দের সময় একজন প্রার্থী তার প্রস্তাবক ও সমর্থকসহ সর্বোচ্চ পাঁচজনের বেশি সঙ্গে আনতে পারবেন না।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. দুলাল জাহাজ প্রতীকে নির্বাচন করবেন। এছাড়া বিএনপির মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ হাতপাখা, সিপিবির মনিরুজ্জামান চন্দন কাস্তে, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন ট্রাক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল আপেল প্রতীকে লড়বেন।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আতাউর রহমান আঙ্গুর কলস প্রতীকে নির্বাচন করবেন। অন্যদিকে বিএনপির নজরুল ইসলাম আজাদ ধানের শীষ, সিপিবির হাফিজুল ইসলাম কাস্তে, জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা, গণঅধিকার পরিষদের কামরুল মিয়া ট্রাক ও ইসলামী আন্দোলনের মাওলানা মো. হাবিবুল্লাহ হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ফুটবল ও রেজাউল করিম ঘোড়া প্রতীকে লড়বেন।
এছাড়া বিএনপির আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ, জামায়াতের ইকবাল হোসেন ভূঁইয়া দাঁড়িপাল্লা, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস মাথাল, খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী বটগাছ, ইসলামী আন্দোলনের গোলাম মসীহ হাতপাখা, জনতার দলের আবদুল করিম মুন্সী কলম, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহজাহান রিকশা, আমার বাংলাদেশ পার্টির আরিফুল ইসলাম ঈগল ও গণঅধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী ট্রাক প্রতীকে নির্বাচন করবেন।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সদরের দুটি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম হরিণ ও মুহাম্মদ গিয়াস উদ্দিন ফুটবল প্রতীকে লড়বেন।
এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মনির হোসাইন কাসেমী খেজুর গাছ, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আলী হাতি, জাতীয় নাগরিক পার্টির অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি, ইসলামী আন্দোলনের মুফতি ইসমাইল কাউসার হাতপাখা, বাসদের সেলিম মাহমুদ মই, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন রিকশা, জাসদের মো. সুলাইমান দেওয়ান মশাল, সিপিবির ইকবাল হোসেন কাস্তে, গণঅধিকার পরিষদের আরিফ ভূঁইয়া ট্রাক, বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ একতারা ও জাতীয় পার্টির সালাউদ্দিন খোকা মোল্লা লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন ফুটবল প্রতীকে লড়বেন। এছাড়া বিএনপির অ্যাডভোকেট আবুল কালাম ধানের শীষ, গণসংহতি আন্দোলনের তারিকুল ইসলাম সুজন মাথাল, ইসলামী ফ্রন্টের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী চেয়ার, ইসলামী আন্দোলনের মুফতি মাছুম বিল্লাহ হাতপাখা, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন দেওয়াল ঘড়ি, বাসদের আবু নাঈম খান বিপ্লব মই, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা ছড়ি, সিপিবির মন্টু চন্দ্র ঘোষ কাস্তে ও গণঅধিকার পরিষদের নাহিদ হোসেন ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।





































