নারায়ণগঞ্জে পাঁচটি আসনেই লড়বে ইসলামী আন্দোলন
আসন সমঝোতা না হওয়ায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ইসলামিক ও সমমনা জোটের থেকে বেরিয়ে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচজন প্রার্থীই নারায়ণগঞ্জে নির্বাচন করবেন বলে জানিয়েছেন নেতারা। নারায়ণগঞ্জে পাঁচটি আসনেই ইতোমধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থীরা তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছেন। মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় চারজন বৈধ ঘোষিত হন, পরে আরও একজন আপিলে তার প্রার্থিতা ফেরত পান।
তফসিল ঘোষণার আগেই কয়েকটি দাবিতে একত্রে রাজপথে ছিল জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ আটটি ইসলামী দল। তফসিল ঘোষণার পর জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সঙ্গে নিয়ে ১১ দলীয় জোট গঠন করা হয়। যদিও দলগুলো এটিকে রাজনৈতিক জোট নয় বরং সমঝোতা বলে উল্লেখ করছিলেন। তবে, বিপত্তি বাধে আসন সমঝোতা নিয়ে।
গত কয়েকদিন ধরেই আসন বন্টন নিয়ে জামায়াতের সঙ্গে টানাপোড়েন চলার পর শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের কথা জানায়। এর আগে বৃহস্পতিবার রাতে ইসলামী আন্দোলনকে ছাড়াই আসন বন্টনের তথ্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর নেতারা। সেখানে এনসিপি, খেলাফত মজলিসসহ জোটের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী হলেন: নারায়ণগঞ্জ-১ আসনে মো. ইমদাদুল্লাহ, নারায়ণগঞ্জ-২ আসনে মাওলানা মো. হাবিবুল্লাহ, নারায়ণগঞ্জ-৩ আসনে গোলাম মসীহ্, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি ইসমাইল কাউসার ও নারায়ণগঞ্জ-৫ আসনে মুফতি মাছুম বিল্লাহ। আনুষ্ঠানিকভাবে প্রচারণায় বিধি-নিষেধ থাকলেও দলটির প্রার্থীরা নিজ নিজ আসনে নানা তৎপরতার মধ্য দিয়ে ভোটের মাঠে সক্রিয়তা বজায় রেখেছেন।
দলটির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মুফতি মাছুম বিল্লাহ বলেন, ইসলামী আন্দোলন আগেও এককভাবে নির্বাচন করেছে। প্রার্থীদেরও ভোটের মাঠের অভিজ্ঞতা রয়েছে। এমনকি আরও অনেক দলের চেয়ে ভোটের মাঠে ইসলামী আন্দোলনের সফলতা বেশি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ জেলায় প্রতিটি আসনে তাদের প্রার্থীরা প্রস্তুত আছেন।
কয়েকদিনের মধ্যে প্রতীক বরাদ্দের পর ‘হাতপাখা’র প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন বলেও জানান দলটির এ নেতা। যিনি নিজেও নারায়ণগঞ্জ-৫ অর্থ্যাৎ সদর-বন্দর অঞ্চলে ‘হাতপাখা’র প্রার্থী।
এদিকে, গতরাতে ১১ দলীয় জোটের আসন বন্টনের একটি তালিকা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, নারায়ণগঞ্জ-১ ও ২ আসনটি জামায়াতে ইসলামী নিজেরা রেখে; নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন, নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি ও নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিসকে ছেড়ে দেয়।





































