যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদককারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর এলাকায় যৌথ অভিযানে চারজন মাদককারবারি ও তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৩টার দিকে শহরের গলাচিপা এলাকার কলেজ রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আলামিন (২৬), মো. আলী আহমেদ অভি (৩০), মো. আদও মিয়া (২৫) ও মো. ইমদাদুল (২৮)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





































