২৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৫৪, ২৫ জানুয়ারি ২০২৬

বাবুরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

বাবুরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চার জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের হেফাজত থেকে অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) ১নং বাবুরাইল মোবারকশাহ রোডস্থ বনফুল সুইটস নামক দোকানের সামনে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলো—মো. রবিন (৪০), হৃদয় সিকদার ওরুফে সুমন আহমেদ (২৮), মো. সজল (২১), মো. মকবুল সরদার (৪০)।

গ্রেপ্তারকালে তাদের হেফাজত থেকে জব্দ করা হয়েছে— ২টি সুইচ গিয়ার, ১টি চাপাতি, ২টি ছুরি, ৫টি রড, ১টি হাম্বল।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিম জানান, “গ্রেপ্তাররা ডাকাতির প্রস্তুতিতে জড়িত ছিল। অভিযান এবং জব্দকৃত সরঞ্জাম প্রমাণ হিসেবে মামলা সংযুক্ত করা হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়