৩১ জানুয়ারি ২০২৬

প্রকাশিত: ২৩:২২, ৩০ জানুয়ারি ২০২৬

সমমর্যাদার সঙ্গে সবাইকে নিয়ে বসবাস করতে চাই: মনির কাসেমী

সমমর্যাদার সঙ্গে সবাইকে নিয়ে বসবাস করতে চাই: মনির কাসেমী

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে বিএনপি সমর্থিত জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “আমি সম্প্রদায় নয়, মানুষ হিসেবে কাজ করতে চাই। সমতার ভিত্তিতে সমমর্যাদার সঙ্গে সবাইকে নিয়ে বসবাস করতে চাই। ফতুল্লাবাসীর সকলের জন্য সঠিক নাগরিক সেবা নিশ্চিত করতে চাই।”

তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপত্তার সঙ্গে সমমর্যাদায় সমাজে বসবাস করতে পারেন, সেই ব্যবস্থা করতে চাই। এলাকা থেকে ‘অবহেলিত’ শব্দটি দূর করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ফতুল্লার হরিহরপাড়া শীষমহল এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর রাধাগোবিন্দ বিগ্রহ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

তিনি বলেন, “বিভিন্ন দল দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়কে ভোটের রাজনীতিতে ব্যবহার করে এসেছে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমতার ভিত্তিতে সমমর্যাদায় বসবাস করতে পারে। বিগত ৫ আগস্ট সরকার পতনের পর ফতুল্লার সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে শান্তিতে বসবাস করছেন, ভবিষ্যতেও তারা শান্তিতে বসবাস করতে পারবেন।”

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হাসান লিটন। সঞ্চালনায় ছিলেন শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক রাম প্রসাদ ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রিপন, প্রচার সম্পাদক আক্তার হোসেন, ক্যাশিয়ার মো. তৈয়ব আলী, যুবদল নেতা মো. রানা, সুজন, রাজীব, জিতেন দাস, শিবু দাস, মামুন, বিএনপি নেতা সুজন ঢালী, মনির, মাহাবুব, মারুফসহ স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়