২৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৮, ২৭ জানুয়ারি ২০২৬

নারী সৌন্দর্যের নতুন কেন্দ্র ‘গার্লস গ্ল্যাম বাই অভি অ্যান্ড ইলা’

নারী সৌন্দর্যের নতুন কেন্দ্র ‘গার্লস গ্ল্যাম বাই অভি অ্যান্ড ইলা’

নারীদের রূপচর্চায় আধুনিক হেয়ার কাট, ফেসিয়াল, মেকআপসহ সর্বাধুনিক সুবিধা সম্বলিত বিউটি পার্লার ‘গার্লস গ্ল্যাম বাই অভি অ্যান্ড ইলা’ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পার্লারটি যাত্রা শুরু করে।

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া, আল জয়নাল ট্রেড সেন্টারের তৃতীয় তলায় এ পার্লারে সব ধরনের সৌন্দর্য সেবা সুলভ মূল্যে পাওয়া যাবে বলে প্রতিষ্ঠান পরিচালকরা জানিয়েছেন।

পার্লারের স্বত্বাধিকারী আরজু সামিম অভি ও ফাতেমা আক্তার ইলা বলেন, “আধুনিকতার ছোঁয়া দিতে এই প্রতিষ্ঠানের সূচনা করা হয়েছে। আমরা অভিজ্ঞ কারিগর ও দেশি-বিদেশি মানসম্পন্ন পণ্যের মাধ্যমে সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করি। নারীদের সাজের নতুন কিছু উপহার দিতে আমাদের এ অগ্রযাত্রা।”

‘গার্লস গ্ল্যাম বাই অভি অ্যান্ড ইলা’-তে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট দ্বারা বিয়ের পূর্ণাঙ্গ সাজ, ব্রাইডাল মেকআপ, স্পা, মেহেদি, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর, পার্টি সাজসহ পার্লারের সকল ধরনের সেবা পাওয়া যাবে। এছাড়াও এখানে আইলেস এক্সটেনশন নেল, এক্সটেনশন লেজারসহ আধুনিক সৌন্দর্য পরিষেবাও প্রদান করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়