প্রবীণ সাংবাদিক অরুণ কুমার দে’র মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক অরুণ কুমার দে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।
বার্ধক্যজনিত কারণে নানান রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর নগরীর গলাচিপায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তানসহ দুই নাতি ও এক নাতনি এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অরুণ কুমার দে’র মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন। তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।





































