২৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:১৭, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫০, ২৭ জানুয়ারি ২০২৬

রাজিবকে আহ্বায়ক করে সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচন পরিচালনা কমিটি

রাজিবকে আহ্বায়ক করে সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচন পরিচালনা কমিটি

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আহ্বায়ক করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সিদ্ধিরগঞ্জ থানা পর্যায়ের ২৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আজহারুল ইসলাম মান্নানের স্বাক্ষরিত এ কমিটিতে তিনি নিজে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ।

উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, মোছলেহা কামাল, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা এবং মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদকে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দিনা, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, থানা তাঁতী দলের সভাপতি তাইজুল, থানা উলামাদলের আহ্বায়ক মাওলানা মো. আজিজুল হক, থানা শ্রমিক দলের সদস্য সচিব মো. শরীফ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই কমিটির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটির মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়