৩০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৮, ৩০ জানুয়ারি ২০২৬

ভোটের লড়াই হোক নীতির লড়াই: সেলিম মাহমুদ

ভোটের লড়াই হোক নীতির লড়াই: সেলিম মাহমুদ

নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ শুক্রবার (৩০ জানুয়ারি) ফতুল্লা স্টেশন, ফতুল্লা বাজার, লালপুর, তাগারপাড়া, ইসদাইর ও সস্তাপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবীব বুলবুল, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, সদস্য সচিব নাসিম হাসান, জেলা নির্বাচন কমিটির সদস্য সচিব এস এম কাদির, নারায়ণগঞ্জ জেলার বাসদ নেতৃবৃন্দ ও ছাত্র ও মহিলা ফোরামের নেতারা।

সেলিম মাহমুদ গণসংযোগে বলেন, “ভোটের লড়াই হোক নীতির লড়াই। গণতান্ত্রিক ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে আমরা জনগণের সঙ্গে কাজ করছি। কালো টাকা, পেশিশক্তি ও প্রশাসনের অপব্যবহার নির্বাচন ব্যবস্থাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে, তাই জনগণকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও জবাবদিহিমূলক ব্যবস্থার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচিত হলে তিনি নি¤œলিখিত বিষয়গুলো বাস্তবায়নে কাজ করবেন- শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান চাঁদাবাজিমুক্ত ও গণতান্ত্রিকভাবে পরিচালনা করা, রাস্তা, বাজার, পরিবহনসহ নাগরিক সুবিধা উন্নয়ন ও হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, নারী ও শিশু বান্ধব পরিবেশ গড়ে তোলা, কর্মজীবী নারীদের জন্য ডরমিটরি, শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার এবং প্রবীণদের জন্য আবাসন ও বিনোদন কেন্দ্র, শ্রমজীবী ও নি¤œ আয়ের মানুষের জন্য আবাসন, রেশন, চিকিৎসা ও শিক্ষার অধিকার নিশ্চিত করা।

সর্বশেষ

জনপ্রিয়