২০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:০০, ১৯ জানুয়ারি ২০২৬

মাকসুদের কর্মীর উপর হামলা, আশার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ

মাকসুদের কর্মীর উপর হামলা, আশার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের এক কর্মীর উপর হামলার ঘটনায় প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর ছেলে আবুল কাউসার আশার অনুসারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ভুক্তভোগীর মা নিলুফা ইয়াছমিন নিলু বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

এ ঘটনায় অভিযুক্ত নবীগঞ্জের মৃত আমান সরদারের দুই ছেলে মো. শাহীন আহম্মেদ সৌরভ (৩৮) ও মো. রাজিব (৪৫), ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মোর্শেদ (৩৮) ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ছেলে আবুল কাউসার আশার অনুসারী হিসেবে পরিচিত।

অভিযোগে নিলুফা ইয়াছমিন নিলু বলেন, অভিযুক্তরা আমাদের পূর্ব পরিচিত। রবিবার দুপুর দুইটায় আমার ছেলে শাহীন আহম্মেদ পরাগ (৩৮) বন্দর রেজিস্ট্রি অফিস থেকে জমি বিক্রয়ের নগদ ১০ লাখ ৭০ হাজার টাকা নিয়া মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। সে কবিলার মোড় পাকা রাস্তার উপর পৌঁছালে অভিযুক্তরা ছাড়াও অজ্ঞাত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র নিয়া প্রাইভেটকারে পরাগের পথরোধ করে, মারধর করে সঙ্গে থাকা টাকা নিয়া নেয়। এবং অভিযুক্ত সৌরভ ভুক্তভোগী পরাগের বুকে পিস্তল ঠেকাইয়া গুলি করে হত্যা করার হমকি দেয়।

একই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষে নির্বাচন কাজ করলে হত্যাসহ মিথ্যা মামলায় ফাসানোর হুমকিও দেয় তারা। এ সময় ভুক্তভোগীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা চলে যায়।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “টাকা ছিনিয়ে নেয়া ও মারধরের বিষয়ে অভিযোগ পেয়েছি। তবে নিবার্চনের প্রার্থীর পক্ষে কাজ করলে হত্যা করা হবে প্রাথমিক তদন্তে এমন কিছু পাইনি। বাকি তদন্ত শেষে জানা যাবে।”

এদিকে সোমবার এক অনুষ্ঠানে আবুল কাউসার আশা তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগকে মিথ্যা প্রোপাগান্ডা বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “এখানে প্রার্থী আছেন যিনি সৌভাগ্যবান ফ্যাসিস্ট। তিনি বিগত সময়ে ফ্যাসিস্টদের সাথে থেকে আমাদের উপর হামলা ও মামলা দিয়েছেন এখন তিনি প্রার্থী হয়েছে। বিগত সময়ে এই গোষ্ঠী যেভাবে মিথ্যা মামলা দিয়েছেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে। আজ কাগজ পেয়েছি, জমি বিক্রি করেছে ২ লাখ ১০ হাজার টাকা। আজ থানায় অভিযোগ করেছে ধানের শীষের, কালাম সাহেবের সমর্থকরা তার সমর্থককে রাস্তায় আটকে ১০ লাখ ৭০ হাজার টাকা রেখে দিয়েছে।”

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আসলেই যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর যদি মিথ্যা, বানোয়াট প্রোপাগান্ডা ছড়ায়, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।”

সর্বশেষ

জনপ্রিয়