২৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৫৬, ২৭ জানুয়ারি ২০২৬

ফটো সাংবাদিক ওয়ারদে রহমানের মা আর নেই

ফটো সাংবাদিক ওয়ারদে রহমানের মা আর নেই

নারায়ণগঞ্জ শহরের ফটো সাংবাদিক মো. ওয়ারদে রহমানের মা সুফিয়া খাতুন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ/পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ইন্তেকালে নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিক মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হলে সুফিয়া খাতুনকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের এইচডিইউ ইউনিট-২ এ স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুফিয়া খাতুন নারায়ণগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রায় ১৫ বছর আগে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফটো সাংবাদিক মো. ওয়ারদে রহমান তার বড় ছেলে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় পাইকপাড়া জামে মসজিদে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়