ফুটবলে ভারতের বিপক্ষে জয়: উল্লাসে ভাসল নারায়ণগঞ্জ
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর পর উল্লাসে মেতে উঠেছে পুরো দেশ। সেই আনন্দে সামিল হয় নারায়ণগঞ্জও। রাতভর শহরজুড়ে ছিল বাঁধভাঙা উল্লাস, উদ্দীপনা আর বিজয়ের গর্ব।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বড় পর্দায় ম্যাচ দেখার আয়োজনকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে হাজারো দর্শকের ঢল নামলে শহীদ মিনার পরিণত হয় মিনি স্টেডিয়ামে।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে ছিল তীব্র উত্তেজনা। সন্ধ্যা থেকেই লাল-সবুজের জার্সি, পতাকা আর মুখে বাংলাদেশ স্লোগান নিয়ে লোকজন ভিড় জমাতে থাকেন শহীদ মিনার চত্বরে। খেলা শুরু হওয়ার আগেই চারদিকে শোনা যায় ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনি।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের উল্লাসে মুখর ছিল প্রাঙ্গণ। প্রথমার্ধে ১১ মিনিটে করা বাংলাদেশের গোলেই যেন আগুন জ্বলে ওঠে দর্শকদের উত্তেজনায়। বিরতির পরও সেই উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি।
অবশেষে নির্ধারিত সময় শেষে ১-০ গোলে ভারতকে হারানো মাত্রই পুরো শহীদ মিনার প্রাঙ্গণ উল্লাসে ফেটে পড়ে। কেউ পতাকা উড়িয়েছে, কেউ লাফিয়ে ওঠে আনন্দ প্রকাশ করেছে। বহু বছরের আক্ষেপ মুছে দেওয়া এই জয় শহরবাসীর মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম বলেন, “ফুটবলে বহুদিনের প্রচেষ্টায় এই জয় আমাদের আকাঙ্ক্ষিত ছিল। এই ঐতিহাসিক জয় ফুটবলপ্রেমীদের মনে নতুন করে আশা জাগিয়েছে এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আমরা সবার জন্য উন্মুক্ত স্থানে খেলা দেখার আয়োজন করি—ঐতিহাসিক এই মুহূর্ত সবাইকে সঙ্গে নিয়ে উপভোগ করতে পেরে আনন্দিত।”





































