বন্দরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে জুলেখা বেগম ওরফে হেনা আক্তার (৩১) নামে এক গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী সজিব মাহমুদ (৩৩) ও তার পরিবারের বিরুদ্ধে। রোববার (১৬ নভেম্বর) রাতে বন্দর উপজেলার পিচকামতাল এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের মা আয়েশা খাতুন বাদী হয়ে স্বামীসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
নিহতের মা আয়েশা খাতুন জানান, প্রায় ১৪ বছর আগে তার মেয়ে হেনার সঙ্গে একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে সজিব মাহমুদের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে- সানজিদা (১২) ও আবু বক্কর (৭)।
তিনি বলেন, “জামাই কিছুদিন আগে আয়েশা (২৮) নামে আরেক নারীকে দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকেই মেয়ের সংসারে অশান্তি শুরু হয়। নিয়মিত পারিবারিক কলহ চলছিল। রোববার রাতে কোনো একসময়ে মেয়েকে মারধরের পর হত্যা করা হয়। পরে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।”
সোমবার সকালে ঘরের ভেতরে এক পা মাটিতে ঠেকানো অবস্থায় মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান আশপাশের লোকজন। তাদের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান।
নিহতের মা অভিযোগ করেন, “পুলিশ ঘটনাস্থলে এসে আসামিপক্ষকে বাঁচানোর চেষ্টা করেছে। সুরতহাল রিপোর্টেও আমরা সন্দেহজনক আচরণ দেখেছি।”
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, “অত্মহত্যায় প্ররোচনার ধারায় মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে ঘটনাটি হত্যাকা- নাকি আত্মহত্যা- তা নিশ্চিত হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”





































