১৯ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৭, ১৮ নভেম্বর ২০২৫

বন্দরে সড়ক দুর্ঘটনায় অটোচালক খোকন নিহত

বন্দরে সড়ক দুর্ঘটনায় অটোচালক খোকন নিহত

নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় খোকন (৪৮) নামের এক অটোচালক নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত খোকন বন্দর থানার ২০নং ওয়ার্ড দড়ি সোনাকান্দা এলাকার মৃত ওসমান আলীর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে নাইটগার্ডের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন খোকন। প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি অটো নিয়ে বের হন। রাত ৮টার দিকে মদনপুর এলাকায় মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সর্বশেষ

জনপ্রিয়