নারায়ণগঞ্জ ক্লাবের জিম বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের জিম বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ নভেম্বর) ক্লাব প্রাঙ্গণে সভাপতি এম. সোলায়মান অনুষ্ঠান উদ্বোধন করেন। দিনব্যাপী প্রতিযোগিতা দুটি ভাগে অনুষ্ঠিত হয়।
মহিলা বিভাগ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মহিলাদের প্রতিযোগিতার মধ্যে ছিল মিউজিক্যাল পিলো, হাড়ি মাথায় দৌড়, হাড়িভাঙা, বল নিক্ষেপ। শিশুদের জন্য আয়োজন করা হয় বিস্কুট দৌড়, অংক দৌড়, স্মৃতি পরীক্ষা ও মারবেল দৌড়।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাব সদস্য শারমিন ইসলাম স্মৃতি, ডা. ফারজানা ইয়াসমিন স্নিগ্ধা, মিতু আক্তার, শিউলী সুলতানা ও আতিয়া সুলতানা (তাহমিনা)।
পুরুষ বিভাগ বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল স্কিপিং, পুশআপ, প্লাংক, হ্যাংগিং বার এবং রশি টানা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিম উপ-কমিটির আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতি মারুফ আহ্মেদ বাবু, নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির।
দিনব্যাপী প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন ক্লাব কমিটির সদস্য সেলিম রেজা সিরাজী, খান আব্দুল কাদির মাহবুব (বাবু), কাজী আব্দুস সাত্তার ও দিলারা মাসুদ ময়না। বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও তাদের পরিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





































